কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

প্রকাশঃ ২০২৩-০৩-১৩ - ১২:২৪

বেনাপোল প্রতিনিধি : ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি। রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দিলো বেনাপোল পোর্ট থানা পুলিশ। ফেরত আসারা সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

পুলিশ ও এনজিও’র কর্মীরা জানায়, ফেরত আসা যুবকেরা গরীব পরিবারের। ভাল কাজের কথা বলে এদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায় দালালেরা। পরে প্রতারনা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের দুই বছরের সাজা দেয় আদালত।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশিকে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও মাধ্যমে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।