কালিয়ায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০১-১৭ - ১২:৫৪

কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে আলোচনা শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ। এ সময় বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও আফরিন জাহান, ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, কৃষিবিদ ফজলুল হক মনি, এস এম আবুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে অনুষ্ঠিত ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মেলায় আগত কিষান কিষাণী সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি কৃষি অফিস চত্বরে এসে মেলার ফিতা কাটেন ইউএনও আফরিন জাহান। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।