কুকুরের আক্রমনে প্রাণ গেল হরিণের

প্রকাশঃ ২০২১-০৫-২৪ - ১৮:০১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে কুকুরের আক্রমনে একটি হরিণের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মে) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর এলাকার পুলিশ ফাঁড়ির পাশে একটি মাঠে হরিণটি ঢুকে পড়ে। এসময় স্থানীয় কয়েকটি কুকুরের আক্রমনে মারা যায় হরিণটি। পরে খবর পেয়ে হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন করিম সুমন জানান, গ্রামবাসীরা হরিনটিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে বন-বিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের কর্মকর্তারা এসে হরিণের মরদেহ উদ্ধার করেণ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, পথভুলে একটি হরিণ লোকালয়ে প্রবেশ করে। এসময় স্থানীয় ১০-১২টি কুকুর হরিণটিকে আক্রমন করে। এতে হরিণটি মারা যায়। মারা যাওয়া হরিণটির ওজন প্রায় ২০ কেজির মত। শরীরের পিছনে কয়েক জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। হরিণের মরদেহটি ধানসাগর ষ্টেশন সংলগ্ন বনে মাটি চাপা দেওয়া হয়েছে।