কুয়েটে ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০১-১৯ - ১২:৪৪

বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে চার দিনব্যাপী ওয়ার্কশপ অন আইপিভি৬ ডিভিলপমেন্ট ইন ক্যাম্পাস নেটওয়ার্ক শীর্ষক ওয়ার্কশপ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স লার্নিং থিয়েটারে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

ওয়ার্কশপে রিসোর্স পার্সন ছিলেন বিডিরেন এর ডাটা এন্ড ট্রান্সমিশন ম্যানেজার মো: আরিফুল ইসলাম, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার শামিম আহমেদ এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: কামরুল হাসান শাকিল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: জায়েদুল ইসলাম। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক সম্পর্কিত কাজের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।