কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৫:০৯

বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, রেজিস্ট্রার প্রকৌশলী মো: আনিছুর রহমান ভূ:া এবং স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মো: আক্কাছ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।