কৃষক কষ্ট করে ফসল উৎপাদন করেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত -ওয়ার্কার্স পাটি নেতা বকুল

প্রকাশঃ ২০২৩-০৫-১৯ - ২০:২৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কম. নূর আহমেদ বকুল বলেছেন, বর্তমানে কৃষক সমাজ নানাভাবে অবহেলিত। যে কৃষক গায়ের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে, তারাই ন্যায্য মূল্য পায় না। এক শ্রেণির পুুজিবাদিরা ফসল গিলে খেয়ে খাচ্ছে। এখানে সরকারি হস্তক্ষেপ করার কথা থাকলে সম্ভব হয় না। তিনি আরও বলেন, এদেশের মুক্তিযোদ্ধের সময় সর্বপ্রথম কৃষক সমাজ ঝাপিয়ে পড়েছিল। অথচ তাদের মূল্যায়ণ করা হয় না। এ ছাড়াও বিলডাকাতিয়ার খাল খনন, রাস্তা সংস্কার, ড্রেন ও বিদ্যুতের ব্যবস্থা চালু করে কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধা দেয়ার আহবান জানান। শুক্রবার বিকালে ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা শাখার আহবায়ক গৌরঙ্গ প্রসাদ রায়ের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক সন্দিপন রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কম. দীপংকর সাহা দিপু, ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কম. শেখ মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, কৃষক নেতা সেলিম আক্তার সেলিম, রেজোয়ান আলী খান, সিরাজুল ইসলাম খান, সরদার আব্দুর রহমান, প্রভাষক গৌতম কুন্ডু, বিকাশ কুন্ডু, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। সম্মলনে গৌরঙ্গ প্রসাদ রায়কে সভাপতি ও সন্দিপন কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।