কেশবপুরে ইমাম-মুয়াজ্জিনগণের জন্য ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ ২০১৭-০৭-০৯ - ০০:২০

এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ কেশবপুর উপজেলা প্রশাসনে আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের বাস্তবায়নে শনিবার দিনব্যাপী উপজেলা পর্যায়ে ইমাম-মুয়াজ্জিনগণের জন্য ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ-এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। অনুষ্ঠানে ১৬৫ জন ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের প্রশিক্ষক আনোয়ার হোসেন।