কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৯ - ১৯:৩৬

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় রবি ও খরিপ মৌসুম-১/২০১৭-১৮ মৌসুমে  ভান্ডারখোলা মাঠে রবিবার বিকালে বোরো ধান প্রদর্শনী উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেননের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।

অপরদেকে উপজেলা বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে ন্যাশনাল এ্যগ্রিকালচারাল টেকনোলজি প্রেগ্রাম (এনএটিপি-২)এর আওতায় ধান/মসুর চাষের ফলন পার্থক্য কমানো প্রযুক্তি উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাসুদেব দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।