কেশবপুরে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২০২১-০১-১৯ - ১৫:১৬

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, “কেশবপুর এর উদ্যোগে ও সংস্থার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. আবুল কাশেম( জাপান প্রবাসী) এর অর্থায়নে ৩০ জন দুঃস্থ, গরীব, অসহায় মেধাবী শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়। কেশবপুরস্থ দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুলের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামিরুল ইসলাম,কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সরদার, সহ- সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী।এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য শরিফুল ইসলাম,সদস্য আকবর হোসেন, ফটো সাংবাদিক মোঃ ইমরান হুসাইন ইমু প্রমুখ।বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এই সংস্থার কার্য্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সংস্থাটির পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। অসহায় গরীব শিশুদের সাহার্য্যার্থে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।