কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-১০-২৫ - ১৫:০০

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মরহুম ডাঃ মোঃ হাবিবুর রহমানের প্রতিষ্ঠান আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পলাশপোল সাতক্ষীরা এর সৌজন্যে এবং কাবিলপুর ও সকসকেনপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২৪ শে অক্টোবর ২০২৩ খ্রিঃ,রোজ মঙ্গলবার কাবিলপুর ও সকসকেনপুর সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব, অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ মুশফিকুর রহমান, ডাঃ ফরিদ উদ্দিন, ডাঃ মোঃ মাকসিদুর রহমান,ডাঃ মোঃ ইমরান হোসেন, ডাঃ আইরিন পারভীন। ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কাবিলপুর ও সকসকেনপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার দাশ,সহ- সভাপতি মৃনাল কান্তি দাশ,সাধারণ সম্পাদক নব কুমার দাশ,সাংগঠনিক সম্পাদক অনিমেশ কুমার দাশ, অর্থ সম্পাদক মনোতোষ কুমার দাশ প্রমুখ নেতৃবৃন্দ।