কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৭ - ১৭:৪৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি  : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সহকারী একান্ত সচিব মঞ্জুরুল হাফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, গৌতম রায়, কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।