কেশবপুরে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৩ - ২০:২৭

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে স্কুল থেকে ঝরে পাড়া, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসালিলেটর রুমিচা খাতুনের পরিচালনায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসসার পুলোক কুমার শিকদার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সন্তোষ দাস, পরিতোষ গাঙ্গুলি, সুশান্ত ঘোষ, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম প্রমুখ।