কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু   

প্রকাশঃ ২০১৭-১০-২৫ - ০০:০২

কেশবপুর : কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৮ দিনে বিদ্যুৎস্পৃষ্টে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বাউশলা গ্রামের আবদুল ওহাব গাজীর ছেলে আবদুল লতিফ গাজী (৩৮) ঘরের আড়ার উপর থেকে ঝুঁড়ি-বাক আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, মৃতের পিতার ঘরের টিনের চালের উপর দিয়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার স্পর্শ করলে ঘরের টিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। আর এ টিন স্পর্শ করায় লতিফ গাজীর মৃত্যু হয়। এছাড়া গত ৬ অক্টোবর উপজেলার মঙ্গলকোট গ্রামের মোমিন গোলদারের ছেলে ফুলদানি তৈরি কারিগর লালু গোলদার (৩৫) নিজ বাড়িতে ফুলদানি তৈরি করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান। ১০ অক্টোবর পৌর শহরের সাহাপাড়ার তপন সাহার বাড়িতে কাজ করার সময় নির্মাণ শ্রমিক মশিয়ার রহমান জুয়েল (৩০) এবং ১৯ অক্টোবর উপজেলার মজিদপুর গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক আবদুল মজিদ খোকনের (৩৪) মৃত্যু হয়। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে আরও এক ব্যক্তির মৃত্যু হলো। একই মাসে কেশবপুরে ১ জন ঘের ব্যবসায়ী, ২ জন নির্মাণ শ্রমিক ও ১ জন কারিগরের মৃত্যু হওয়ায় হতবাক হয়ে পড়েছে উপজেলাবাসী।