কেশবপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও জয়িতা সন্মাননা প্রদান

প্রকাশঃ ২০২০-১২-০৯ - ২১:১০
রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোরের কেশবপুরে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) ও ৯ ডিসেম্বর ২০২০ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কেশবপুর, যশোর  এর আয়োজনে ও দলিত হারচয়েচ এবং পরিত্রাণের সহযোগীতায় এটি অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু এর সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উদযাপন ও জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী,  কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত হারচয়েচ কেশবপুরের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, পরিত্রাণের ইউনিয়ন ফ্যাসিলিটেটর তন্দ্রা দত্ত প্রমুখ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং কেশবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় কেশবপুর উপজেলা পর্যায়ে ৪ জন নারীকে জয়িতা সন্মাননা স্বারক প্রদান করা হয়। এর মধ্যে সফল জননী নারী আছিয়া বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য  অর্জনকারী নারী  রেবা মন্ডল, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নার্গিস বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কাকলি খাতুনকে জয়িতা সন্মাননা স্বারক প্রদান করা হয় ।