কেশবপুরে ভাসুর কর্তৃক গৃহবধুকে নির্যাতন

প্রকাশঃ ২০২০-১২-১৯ - ১৫:০০

কেশবপুর প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুরের সাতবাড়িয়া গ্রামে ভাসুর কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রী নির্যাতনের শিকার হয়েছে।এ ঘটনায় সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর ছোট ছেলে রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।থানার অভিযোগ সূত্রে জানা গেছে সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর রেখে যাওয়া জমি সুষ্ঠভাবে বন্টন না করে মধুসূদন চৌধুরী কেশবপুর থানাধীন সাতবাড়িয়া মৌজায় ৪৫৪ নং খতিয়ানের হাল ৮২৬ দাগের জমি জবরদখল করে ঘর নির্মাণ করতে থাকে।১৯/১২/২০২০ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর ঘর নির্মাণের জমির পাশে গেলে ভাসুর মধুসূদন চৌধুরী ও গোপীনাথ চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুচিত্রা মালাকর কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।সুচিত্রা মালাকর প্রতিবাদ করলে তাকে তার ভাসুর মধুসূদন চৌধুরী ও গোপীনাথ চৌধুরী বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্হানে ফোলা জখম করে ।গত ০১/১২/২০২০ তারিখেও ভাসুর মধুসূদন কর্তৃক নির্যাতনের শিকার হয়ে কেশবপুর থানায় অভিযোগ করেছিল সুচিত্রা মালাকর।এ বিষয়ে কেশবপুর থানার ইন্সপেক্টর ( তদন্ত) শেখ ওহিদুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।