কেশবপুরে যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

প্রকাশঃ ২০২১-০১-১৪ - ১৩:৩২

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাতবাড়িয়া ঘোষপাড়ার অধিবাসীবৃন্দের যাতায়াতের পথ বন্ধের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতবাড়িয়া ঘোষপাড়ার অধিবাসীবৃন্দের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গৌরপদ ঘোষ,অজয় ঘোষ,শিপ্রা ঘোষ সহ মোট দশ জন স্বাক্ষরিত কাগজে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ১২ ই জানুয়ারি ২০২১ খ্রিঃ মঙ্গলবার।অভিযোগ সূত্রে জানা গেছে সাতবাড়িয়া ঘোষপাড়ার অধিবাসীবৃন্দের যাতায়াতের একটি রাস্তা আছে যেটি দিয়ে বিগত একশত বছর ধরে ঘোষপাড়ার লোকজন যাতায়াত করে আসছেন।রাস্তাটি মৃত হরিপদ ঘোষ ও তাহার উত্তরসূরীদের জমির উপর দিয়ে আনুমানিক ছয়ফুট চওড়া।বর্তমানে রাস্তাটির মধ্যস্থলে জমির মালিক দুলাল ঘোষ (পিতা-মৃত মাদার চন্দ্র ঘোষ) তাহার ব্যক্তিগত আক্রোশের জন্য উক্ত রাস্তাটি থেকে তাহার জমির সীমানা পর্যন্ত কংক্রিটের প্রাচীর দিয়ে দখল করে নিয়েছে।যার ফলে রাস্তাটি ঘোষপাড়ার অধিবাসীবৃন্দের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এবং তাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে।এ বিষয়ে যাতায়াতের অসুবিধার ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা গৌরপদ ঘোষের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার বাবা এবং দাদুর আমল থেকে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছি কিন্তু রাস্তাটি একেবারে বন্ধ হয়ে গেলে এই বৃদ্ধ বয়সে খুবই বিড়ম্বনার শিকার হতে হবে।জমির মালিক দুলাল ঘোষের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার নিজস্ব জায়গার উপর রাস্তা তাছাড়া আমি রাস্তাটি পুরোপুরি বন্ধ করছি না।কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেনের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমির নিকট প্রেরণ করা হয়েছে।প্রতিবন্ধকতার রাস্তাটি যদি সরকারি জায়গার উপর হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।