কেশবপুরে সরকারী খালের অবৈধ বাঁধ উচ্ছেদ

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ০০:১৩

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে কালকেতলা ছোট পদ্মবিলের সরকারি খালের উপর দেওয়া নিষ্কাশনের এক মাত্র অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। যার ফলে প্রায় ৫ শতাধিক কৃষকের শত শত বিঘা জমি আবাদ করার আশায় স্বত্তির নিশ^াস্ব ফেলতে দেখা গেছে। স্থানীয় এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এর নির্দেশে উপজেলা প্রশাসন থেকে সরকারি খাল দখল মুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সায়েদুর রহমান উপস্থিত থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কুমিরা পুলেরহাট সড়কের ব্রীজে কালকেতলা ছোট পদ্মবিলের সরকারি খালের উপর দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে পানি নিষ্কাশনের কালভার্ট অবমুক্ত করেন।