কেশবপুরে সোলার বিতরণে অনিয়মের অভিযোগ সংবাদ প্রকাশের পর…..

প্রকাশঃ ২০১৭-১০-২৩ - ২২:১১

কেশবপুর  (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের সাতবাড়িয়ায় সোলার বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সামাদ ও রহিমা খাতুন পেল সোলার।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাযায়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী কর্তৃক ২০১৬-১৭ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে সোলার বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু উপজেলার দত্তনগর গ্রামের মৃত শেখ বাকের আলীর ছেলে শেখ আব্দুস সামাদের নামে বরাদ্দপত্রে ভুলক্রমে পিতার নাম ইব্রাহীম হোসেন লিপিবদ্ধ হয়। যা সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান জানেন এবং তিনি শেখ আব্দুস সামাদকে সোলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সাতবাড়িয়া  গ্রামের ধনাড্য রনিকে প্রদান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অপরদিকে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী রহিমা খাতুনের নামের বরাদ্দকৃত সোলারটি অর্থের বিনিময়ে একই গ্রামের আতিয়ার রহমানের ধনাড্য ছেলে জাকারিয়াকে প্রদান করা হয়েছে। বিষয়টি গত মাসের ২৬ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশের জের ধরে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  সাতবাড়িয়া গ্রামের রনির বাড়ি থেকে সোলার প্যানেল খুলে নিয়ে দত্তনগর গ্রামের আব্দুস সামাদের বাড়িতে লাগিয়ে দেন এবং অপরদিকে সাতবাড়িয়া  গ্রামের ধনাড্য রনির বাড়ি থেকে সোলার প্যানেল খুলে নিয়ে রহিমা খাতুনের বাড়িতে লাগিয়ে দেন।