কেশবপুর ও মণিরামপুরে নকল সিগারেটের রমরমা ব্যবসা

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ১৩:০৪

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলায় নকল সিগারেটের রমরমা ব্যবসা চলছে। জানাগেছে, কেশবপুর ও মণিরামপুর উপজেলার নকল ব্রান্ড ও রেজিট্রেসান বিহিন বিপুল পরিমাণ সিগারেট দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাজারজাত করা হচ্ছে। যার ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর কোটি কোটি টাকার মালিক হচ্ছে ঐ সকল অসাধু নকল সিগারেট ব্যাবসায়ীরা। এদিকে মণিরামপুর থানার এস আই তপনের নেতৃত্বে গতকাল রাতে মণিরাপুর উপজেলার গীবা গ্রামে সানাউল মিস্ত্রির পূত্র আঃ রশিদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্রান্ড ও ট্রেডমার্ক রেজিট্রেসান বিহীন সিনার ও ব্লাক সিগারেট উদ্ধার করে এবং আঃ রশিদের পূত্র জাকির হোসেনকে আটক করে। জানাগেছে, দীর্ঘদিন যাবৎ আঃ রশিদের পূত্র জাকির হোসেন ঐ সকল নকল সিগারেট গুদামজাত করে সরকারের রাজস্ব নীতি অমান্য করে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে কেশবপুর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে গোপনে সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।