কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশে ২য়

প্রকাশঃ ২০১৮-০২-১৭ - ১৮:৫৬

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সেরা দ্বিতীয় হিসাবে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭ অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, স্বাস্থ্য সেবায় গতি-শীলতা আনতে স্বাস্থ্যসেবা, ঔষধ পত্র, যন্ত্রপাতি ও প্রযুক্তি, স্বাস্থ্যকর্মী, অর্থায়ন, স্বাস্থ্য তথ্য ব্যবস্থা এবং নেতৃত্ব ও সুশাসনসহ ৬টি বিষয়ের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউ এইচও) সেবার মান যাচাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকার হোটেল লা মেরিডিয়ান-এ কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের হাতে প্রধান অতিথি হিসাবে জাতীয় পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডাঃ বারডন জং রানা ও এমআইএস-এর পরিচালক ডাঃ আশিষ কুমার সাহা।
এদিকে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।