কোটালীপাড়ায় আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

প্রকাশঃ ২০১৮-০২-১০ - ১৮:১৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কালিকা বাড়ী গ্রামে আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে একটি বসত বাড়ি।

শুক্রবার রাত দুইটার দিকে টিনের চালের তৈরী বাড়িটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্তার মা জানান, আমরা পরিবারের সকল সদস্য প্রতিবেশীদের বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য অবস্থান করছিলাম, আমরা যখন আগুনের বিষয়টি জানতে পারি ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও বাড়ির সব কিছু পুড়ে যায় বলে জানান তিনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আসে।

তিনি আরো জানান, তার বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, সন্তানের পড়া লেখার বই, মজুদ করা চাল পুড়ে যাওয়াসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের আইসি মোঃ লুৎফর রহমান পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেছেন।