গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরুর আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, প্রাইভেট শিক্ষক মোঃ সালাউদ্দিন (৩৫), পরীক্ষার্থী মেহেদী কেষ (১৬) ও ফেরদাউস বিশ্বাস (১৬)। এদের সবার বাড়ি কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে।
গ্রেফতারকৃতদের কাছে পাওয়া প্রশ্নপত্র ও পরীক্ষার হলে সরবরাহকৃত প্রশ্নের সাথে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আরো কেউ এ ঘটনার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।