কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবেনা

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ১৫:২৬

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি : ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। অথচ এক শ্রেনির ধর্ম প্রচারক নিজেদের ব্যক্তিগত স্বার্থকে হাসিলের জন্য ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, বিপথগামী করে জঙ্গীবাদের সূচনা করছে। জঙ্গীবাদ শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এর আগ্রাসন। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে। আমরা যারা সত্যিকারের মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে। এ দেশকে জঙ্গীবাদের আগ্রাসন থেকে বাচাঁতে হবে।আমরা যারা সত্যিকারের মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে। এ দেশকে জঙ্গীবাদের আগ্রাসন থেকে বাচাঁতে হবে। এছাড়াও তিনি কোরআন ও হাদিসের আলোকে মাদকের কূফল ও ভয়াবহতার বিষয়ে মুসল্লী ও এলাকার লোকজনকে অবহিত করেন।

শনিবার রাতে ধানসিড়ি গাবখান ইউনিয়নে একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, গাবখান ধানসিড়ি ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসাইন, সদর থানার ওসি মো: তাজুল ইসলাম,ওসিস তদন্ত আবু তাহের,ওসি অপরেশন আবুল কালাম আজাদ ও দাবানল ২৪ সম্পাদক মো:নজরুল ইসলাম প্রমূখ।