ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষায় মারিয়াম জান্নাতীর সাফল্য

প্রকাশঃ ২০২৩-১২-২৮ - ১৮:১৪
মাওঃ মুহাঃ ফজলুর রহমানঃ ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা ২০২৩ এ দেশ সেরা তিনজনের মধ্যে স্থানার্জন করেছে খুলনার আল জামিয়াতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ক্যাডেট শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, দৈনিক দেশ সংযোগ পত্রিকার বিশেষ প্রতিবেদক মাওঃ মুহাঃ ফজলুর রহমান এর ভাগ্নী মারিয়াম জান্নাতী। সে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি বাগেরহাট, বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৩ এ অংশগ্রহণ করে সারাদেশের মধ্যে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় স্থান অর্জন করেছে। তার পিতা শেখপাড়া খুলনার বাসিন্দা মাওঃ মুফতি আব্দুল্লাহ আল মাসউদ খুলনার পাওয়ার হাউজ জামে মসজিদের ইমাম ও খতিব এবং কৈয়াবাজার আশরাফুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম। মারিয়াম জান্নাতী বর্তমানেও খুলনার আল জামিয়াতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ক্বিরাত শাখায় অধ্যয়নরত।ভবিষ্যতে সে একজন আদর্শ হাফেজা,আলেমা হতে চাই, এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে। উল্লেখ্য যে, ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৩ এর গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায় সারাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে সর্বমোট ১৩৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৪৫ জন বৃত্তি পেয়েছে।