কয়রায় বৈদ্যুতিক ফাঁদে ইঁদুর মারতে গিয়ে নিজেই বিদ্যুৎপৃষ্টে নিহত

প্রকাশঃ ২০১৮-০৩-২৮ - ১৮:৪৫

কয়রা প্রতিনিধিঃ কয়রার উপজেলার মহারাজপুর ইউনিয়নে ইঁদুর মারার বিশেষ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মোমরেজুল ইসলাম খোকন (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় মাদারবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোমরেজুল ইসলাম খোকন ওই গ্রামের আবু দাউদ সানার ছেলে। নিহত’র পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোমরেজুল ইসলামের ঘরের পাশেই তাঁর আবাদকৃত ধান ক্ষেত রয়েছে ওই ক্ষেতে প্রতিদিন রাতে ইঁদুর আক্রমন চালিয়ে ধান গাছের গোড়া কেটে ফেলে। আর সে কারনেই ফসল রক্ষার্থে ইঁদুর মারতে প্রতি রাতে মোমরেজুল ইসলাম তার ধান ক্ষেতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিশেষ ধরনের একটি ফাঁদ করে রাখতেন। একই ধারাবাহিকতায় বুধবার সকালে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ হিসেবে দেয়া বিদ্যুৎ লাইন বন্ধ না করেই মোমরেজুল ইসলাম তার ধান ক্ষেতে কীটনাশক স্প্রে দিতে প্রবেশ করলে বৈদুতিক তারের সঙ্গে জড়িয়ে তিনি ছিটকে ধানের পাশেই পড়ে থাকেন। কিছুক্ষণ পরে তার স্ত্রী ও ছেলে খুঁজতে এসে তাকে ধান ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দেয়। এসময় স্থানীয়রা ছুটে এসে বিদ্যুৎ লাইনটির সংযোগ বিছিন্ন করে মোমরেজুল ইসলাম উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মোমরেজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দেখা দেয়। সেখানে মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুলাহ আল মামুন লাভলু নিহত পরিবারেরপ্রতি সমবেদনা জানান এবং তার রেখে যাওয়া ২ ছেলে ও স্ত্রীকে সান্তনা দিতে দেখা যায়।