কয়লার ধোঁয়া ও দূষণ থেকে বাঁচতে নওয়াপাড়ায় বিক্ষোভ

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ২০:১৮

মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকার লোকালয় থেকে কয়লার স্তুপ অন্যত্র স্থানান্তরিত করার দাবীতে এলাকাবাসী গণসমাবেশ, কিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। নওয়াপাড়াবাসী কয়লার বিষাক্ত ধোঁয়া ও দূষণ থেকে বাঁচতে গণসমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার বিকালে নওয়াপাড়াবাসীর ব্যানারে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজে সেবক ও রাজনীতিবীদ পীরজাদা শাহ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মোস্তফা ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল ওয়াদুদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া এলাকার পরিচালক এসএম ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম শেখ, জাসদ নেতা জাকির হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাহিত্য-প্রকাশনা সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার মফস্বল বার্তা সম্পাদক এস জেড মাসুদ তাজ, সমাজেসেবক সাঈদ শিকদার, তাপস কুন্ডু, আসাদুজ্জামান প্রমুখ। গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় নেতৃবৃন্দ আজ রোববার অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করা সহ আগামী ২০ মার্চের মধ্যে কয়লা লোকালয় থেকে স্থানান্তরিত করা না হলে কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারী প্রদান করেন।