খালিশপুরে বিনামূল্যে কোরআন শরীফ ও খাবার বিতরণ

প্রকাশঃ ২০২৩-০৪-০১ - ১৩:১০

বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান উপলক্ষে খালিশপুরে স্বেচ্ছাসেবামূলক সংগঠন উদীয়মান যুব সমাজ এবং ইকরা ইসলামী গ্রন্থাগার ও সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে বিনামূল্যে বাংলায় অনুবাদ কোরআন শরীফ ও রোজাদারদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শুক্রবার বিকেল চারটায় খালিশপুর আলমনগর জোড়াতাল গাছ মোড় সংলগ্ন উদীয়মান যুব সমাজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো: রবিউল গাজী উজ্জলের সভাপতিত্বে ও ইকরা ইসলামি গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পিপি এড. মো:  এনামুল হক, স্পেশাল পিপিই সাইবার ট্রাইব্যুনাল খুলনা এড. এম এম সাজ্জাদ আলী, মো: আজগর বিশ্বাস তারা, মো: ইউসুফ আলী, জি এম মিনার, মো: সফিকুল ইসলাম, মো: শহিদুল ইসলাম। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মো: শাহ আলম, শুকুর গাজী, আহম্মেদ গাজী রনি, ইমতিয়াজ ইসলাম রকি, মেহেদী হাসান শুভ, সাফিন আল মামুন, নাহিদুল ইসলাম সাগর, ফারদিন আলিফ, মুশফিক আলম হামজা, মো: নাহিন গাজী উৎস, টুটুল, নাইম, সায়েম, জুয়েল, মার্জুক, আকাশ প্রমুখ।