বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি শুক্রবার। এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো: নাসিফ আহসান। দ্বিতীয় দিন আগামী ২৮ জানুয়ারি শনিবার বিকাল পৌঁণে ৪টায় একই স্থানে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে ৯টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণকারীরা যোগ দেবেন। এই সম্মেলনে কিনোট স্পিকার হিসেবে ড. হাবিবুল হক খন্দকার (যায়েদ বিশ্ববিদ্যালয়, আবুধাবি, আরব আমিরাত), ড. আসাদুল ইসলাম (মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া) এবং ড. কাবেরি গাইন (ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) বক্তব্য রাখবেন।