খুমেক হাসপাতালে প্রতি ঘন্টায় ১ জন ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশঃ ২০২৩-০৮-২১ - ১১:৩৯

ইউনিক ডেস্ক : খুলনায় গত ২৪ ঘন্টায় ২৩ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন এবং জেলায় ১২ জন। এনিয়ে মোট আক্রান্ত হলেন ৮৬৫ জন। এসমেয় মধ্যে মোট  ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৭৪ জন রোগী। আর মোট মৃত্যু হয়েছে ৪ জনের। রবিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৮২ জন। রেফার্ড করা হয়েছে ৫ জনকে। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রমতে, গত ১৯ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়। খুলনা জেলায় ভর্তি হয় ১২ জন। এ ছাড়া খুলনা বিভাগে রবিবার মোট আক্রান্ত হয় ১২৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন খুলনায় ১২ জন, বাগের হাট ১১ জন, সাতক্ষীরায় ৫ জন, যশোর ২২ জন, ঝিনাইদহ ৯ জন, মাগুরা ১৬ জন, নড়াইল ১৩ জন, কুষ্টিয়া ৮ জন, চুয়াডাঙ্গায় ১০ জন, মেহেরপুর ৩ জন, সাতক্ষীরা মেডিকেলে ৭ জন ও খুলনা মেডিকেলে ১১ জন। বিভাগে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ৪ হাজার ৬৫৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১০০ জন। আর মৃত্যু হয়েছে মোট ১১ জনের। হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৬৭ জন। রেফার্ড করা হয়েছে মোট ৭৯ জনকে।