খুলনায় বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচি পালিত

প্রকাশঃ ২০১৮-০২-১৭ - ২০:৫০

খুলনা : সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন খুলনা মহানগর বিএনপির নেতারা। তারা বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট, অনিয়ম, হামলা-মামলা-নির্যাতনে জর্জরিত মানুষ মুক্তি চায়। বানোয়াট জালিয়াত নথিপত্রে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার কঠোর নিন্দা জানিয়ে তারা বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে দুঃশাসন প্রলম্বিত করার বাসনা পূরণ হবেনা। রায়ের পর আট দিন পার হলেও সার্টিফায়েড কপি না দেওয়া সরকারের চক্রান্ত বলে অভিযোগ করেন তারা। শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত কর্মসূচি পালনের মাধ্যমে রাজপথের দখল রেখে সরকারের পতন নিশ্চিত করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শনিবার বেলা ১১টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চে কর্মসূচির উদ্বোধন হয়। এ সময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ২০ দলীয় জোটের শরীক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এরপর তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাক্ষর করেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন ও স্বাক্ষর করেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি মুজিবর রহমান, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, মোল্লা আবুল কাশেম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, শেখ খায়রুজ্জামান খোকা, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও গণস্বাক্ষর করেন বিজেপি সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. লস্কর শাহ আলম, জেপি (জাফর) সভাপতি মোস্তফা কামাল, মুসলিম লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আক্তার জাহান রুকু, বিজেপির সিরাজউদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের হাফেজ মুফতি আলী আহমেদ, জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান টিংকু, খেলাফত মজলিসের মুন্সি সোলায়মান।

পেশাজীবী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও স্বাক্ষর করেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান, ন্যাশনালিষ্ট টিচার এ্যাসোসিয়েশন এনটিএ খুলনা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. শামীম মাহবুবুল হক, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, প্রকৌশলী কওসার আলী, এম এ কাইয়ুম, আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি এ্যাড. এস আর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন ও মানবজমিনের ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, খুবি বন্ধনের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, এ্যাড. গোলাম মাওলা, শের আলম সান্টু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, গিয়াসউদ্দিন বনি, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, একরামুল কবীর মিল্টন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, নিয়াজ আহমেদ তুহিন, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, জহর মীর, অধ্যাপক অহেদুজ্জামান, তরিকুল্লাহ খান, হাসান মেহেদী রিজভী, বদরুল আনাম, আবুল কালাম শিকদার, হাফিজুর রহমান মনি, আফসারউদ্দিন মাস্টার, শেখ ফারুক হোসেন প্রমুখ।

অপরদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি। সকাল ১০টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জাামন মন্টু, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, এ্যাড. মাসুম রশিদ, এস এ রহমান বাবুল, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, খান আলী মুনসুর, জিয়াউর রহমান জিকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, শামসুল আলম পিন্টু, এ্যাড. শহিদুল আলম, মোল্লা এনামুল কবির, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, মোশারফ হোসেন মফিজ প্রমুখ।