খুলনায় মাদকসহ আটক ব্যক্তিকে সাজা প্রদান

প্রকাশঃ ২০১৯-০৪-০৫ - ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক : খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজাসহ মোঃ জাহাঙ্গীর শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে নগরীর চানমারী বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাজা রাখার দায়ে তাকে এক বছর ও ৬ মাসে পৃথক দুটি সাজা প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ হাওলাদার সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার বিকেলে নগরীর চানমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত মজিদ শেখের পুত্র মোঃ জাহাঙ্গীর শেখকে ৩৬ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাজা উদ্ধার করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইয়াবা রাখার দায়ের তাকে এক বছর বিনাশ্রম কারাদ- এবং গাজা পাওয়ার অপরাধে আরেকটি ধারায় তাকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।