খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রকাশঃ ২০২৪-০২-০৯ - ১৯:০৬

বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুদীপ্ত সরকার সূর্য ও সাধারণ সম্পাদক শিপন বাড়াইক।

পাঁচমাস পর অনুমোদন পাওয়া তিন বছর মেয়াদি কমিটিতে সভাপতি সুমন বিশ্বাস, সহ-সভাপতি সৌরভ মল্লিক, জ্যোতি প্রকাশ পাইক, সুজল কুমার মিস্ত্রি, অমিত মন্ডল, মহাদেব গাইন, বিশ্বজিৎ মন্ডল,সুজন রায়,প্রিতম সাহা, বিশাল সাহা,সৌরভ মন্ডল, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু ঘোষ, সৌরভ মন্ডল,মৃকাঙ্ক মন্ডল,সুদ্বীপ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেবদাস ঠাকুর দ্বীপ,সৌরভ মন্ডল,কার্তিক মন্ডল, অরিন্দম বৌদ্য,অর্থ সম্পাদক গৌরপদ দাস শান্ত, সহ-অর্থ সম্পাদক জিতু মন্ডল,দপ্তর সম্পাদক শুভ মন্ডল, উপ দপ্তর সম্পাদক হৃদয় বালা,প্রচার সম্পাদক অনন্ত রায় হৃদয়,সহ-প্রচার সম্পাদক বিশ্বজিৎ হালদার,গ্রান্থনা ও প্রকাশনা সম্পাদক মিঠুন বিশ্বাস, সহ-গ্রান্থনা ও প্রকাশনা সম্পাদক দূর্জয় কুমার মন্ডল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সৌরভ মজুমদার, সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পীতিজিৎ সাহা শুভ, সাংস্কৃতিক সম্পাদক পিয়াল রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল বাইন,সমাজসেবক সম্পাদক মিঠুন কুন্ডু,সহ-সমাজসেবক সম্পাদক সুফল সরকার,ক্রিড়া সম্পাদক প্রেম জয়ধর সহ-ক্রীড়া সম্পাদক রুদ্র দত্ত,আন্তজার্তিক বিষয়ক সম্পাদক রাজেন্দ্র নাথ মন্ডল,সহ-,সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ইদ্রজিৎ গাইন,পাঠাগার সম্পাদক তূর্য ঘোষ সহ-পাঠাগার সম্পাদক- গোপাল সাহা,তথ্য ও গবেষনা সম্পাদক সঞ্জয় গাইন, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন সাহা,আইন সম্পাদক সুদ্বীপ সরকার,সহ-আইন সম্পাদক শুভ মন্ডল,পরিবেশ সম্পাদক পল্লব কুমার নাথ,সহ-পরিবেশ সম্পাদক গুরুদীপ্ত মন্ডল মতাল,ছাত্রী সম্পাদক -পূজা সরকার,সহ-ছাত্রী সম্পাদক অনিন্দিতা সরকার, বিজ্ঞান সম্পাদক মিলন পৈড়,সহ- বিজ্ঞান সম্পাদক জয়ন্ত মন্ডল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনিরুদ্ধ সরকার, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভিনসেন্ট প্রকৃত হালদার,ধর্ম বিষয়ক সম্পাদক সাগর সরকার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দিপংকর মন্ডল, গণশিক্ষা সম্পাদক রাকেস সিং, সহ-
গণশিক্ষা সম্পাদক জয় মল্লিক,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তারক চন্দ্র মন্ডল, সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ধ্রুব কুমার সাহা,স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সরণ দেব,সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অন্তর দাস, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক টুটল দেবনাথ, সহ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সাহিত্য সম্পাদক শুভ মুন্ডা, সহ-সাহিত্য সম্পাদক সঞ্জয় সরদার,নাট্য ও বিতর্ক সম্পাদক সজল বৈরাগী, সহ-নাট্য ও বিতর্ক সম্পাদক তন্ময় মন্ডল,মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সৌরভ রায় শীলাজিৎ, সহ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক হীরক কয়াল,প্রশিক্ষণ সম্পাদক রিপন মন্ডল, সহ-প্রশিক্ষণ সম্পাদক প্রান্ত মন্ডল, কার্যনির্বাহী সদস্য অভিজিৎ মহলদার,আশিষ সরকার, নয়ন মন্ডল, ইমন বিশ্বাস, মিঠুন দাস, ভবতোষ মন্ডল, অমিত কুমার বৈদ্য, সুব্রত হাজড়া,শাওন পাত্র, মিঠুন রায়,শেখর বিশ্বাস, শেখর বিশ্বাস,সংগ্রাম আচার্য,কৃষ্ণেন্দু দত্ত, সৈকত মন্ডল, সুদ্বীপ সরকার,সৈকত বাওয়ালী,আলোকেশ রপ্তান,সৌমিত্র মন্ডল,ইন্দ্রজিৎ গাইন,সাগর পাল, অয়ন বিশ্বাস অন্তু,সবুজ সরকার জয়,প্রিয়ব্রত দাস দ্বীপ,দ্বীপ দে, নয়ন মন্ডল উক্ত পদসমূহে স্থান লাভ করেছেন।

উল্লেখ্য গত বছরের ২৩ সেপ্টেম্বর কর্মি সভার মাধ্যমে সংগঠনের জেলার সভাপতি সুমন বিশ্বাস ও সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল নির্বাচিত হয়।