খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে অধিগ্রহণকৃত জমির মালিকদের বাড়ি বাড়ি চেক বিতরণ

প্রকাশঃ ২০২০-১২-১৫ - ২২:৪৭

দেশ প্রতিবেদক: বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে টিসিভি (টাইম, কস্ট, ভিজিট) কমিয়ে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর শূন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নে খুলনা জেলা প্রশাসন নানামুখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা সফলতার সাথে বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় ভূমি অধিগ্রহণের জটিলতা ও সময়ক্ষেপণ নিরসনকল্পে এবং দালাল শ্রেণির দৌরাত্ম্য, মালিকগণের হয়রানি ও দুর্নীতি প্রতিরোধে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয় একাধিক কার্যক্রম গ্রহণ করেছেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছেঃ ক্ষতিপূরণের চেক ভূমি মালিকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের ডিজিটালাইজেশন/অনলাইন সেবা কার্যক্রম, স্পটেই অধিগ্রহণ সংক্রান্ত শুনানি গ্রহণ ইত্যাদি। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ (১৫ নভেম্বর) ‘রায়েরমহল মৌজার জলিল সরণির শেষ অংশে ৪৬ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুট প্রশস্তকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক বিতরণ করা হয়। আজ মোট ১১ (এগারো) জন অধিগ্রহণকৃত জমির মালিকদের ২০ (বিশ) টি চেকের মাধ্যমে মোট ৬৭,১৯,৭৪২.৮০/- (সাতষট্টি লক্ষ ঊনিশ হাজার সাতশত বিয়াল্লিশ দশমিক আট শূন্য) টাকা বিতরণ করা হয়।
সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের সভাপতিত্বে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ), খুলনা মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।