খুলনা ডিএনসির অভিযানে গত দুই মাসে গ্রেফতার ৫৫ জন

প্রকাশঃ ২০২৩-০৮-২০ - ১৮:০৪

ইউনিক ডেস্ক : মাদক বিক্রি ও চোরাচালান রোধে কাজ করছে সরকারী সংস্থাগুলো। খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতার করছে। নিয়মিত মাদক বিরোধি অভিযান , টাস্ক ফোর্স অভিযান এবং নিয়মিত মামলা দায়ের করছে দপ্তরটি। জুন ও জুলাই মাসে মোট ২২ টি যেীথ অভিযান চালিয়েছে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। তবে অভিযানের তুলনায় মামলার সংখ্যা কমে গেছে অনেকটা। তথ্য সূত্রে, জুন মাসে ১৬৮টি অভিযান পরিচালনা করে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর । যেখানে ২৫টি নিয়মিত মামলায় আসামী গ্রেফতার হয়েছে ২৬জন। এ মামলায় গাজা ৯৭১ গ্রাম এবং ইয়াবা ৮৩১ পিস জব্দ হয়েছে। এ মাসে মামলা নিস্পত্তি হয়েছে ২৬ টি। জুলাই মাসে ১৬৬টি অভিযানের মধ্যে ২৯টি মামলায় ২৯জন আসামী গ্রেফতার হয়েছে। মোট ৫৬০ গ্রাম গাজা এবং ০৪ বোতল ফেন্সিডিল জব্দ হয়েছে। খুলনার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, অভিযানের সংখ্যা বেড়েছে। মাদক সংশ্লিষ্ট বিষয় সংবাদ পেলে আমরা অভিযান পরিচালনা করছি। দীর্ঘদিন জনবল ঘাটতি ও অভিযানের জন্য বাহন সংকট নিয়ে কাজ করছি আমরা। যাতায়াতের জন্য গাড়ী না থাকায় সঠিক সময়ে অভিযানের জায়গায় পৌছাতে কাল ক্ষেপন হওয়াতে অনেক সময় আসামীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জনবল ঘাটতি মেটাতে পারলে আরো গুরুত্বপূর্ন অভিযান পরিচালনা করা সম্ভব বলে তিনি মনে করেন।