খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধনের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশঃ ২০২৩-০৪-০৬ - ১৭:৩৪

বিজ্ঞপ্তি : বুধবার বাদ আসর নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে বন্ধন খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খুবিতে এ যাব’ যে সমস্ত কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারবর্গ নিয়ে এবং যে সমস্ত কর্মকর্তা অবসরে আছেন তাদের সমন্বয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিকদের সমন্বয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী ও মোঃ আতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি’র আহ্বায়ক এড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্তুজা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন। উপস্থিত ছিলেন একরামুল হক হেলাল, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদী, আশরাফুল ইসলাম নান্নু, তরিকুল ইসলাম তরিক, আজিজা খানম এলিজা, এড. তছলিমা খাতুন ছন্দা, অধ্যাপক মনিরুল হক বাবুল, এড. মশিউর রহমান নান্নু, মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক এহসানুল হক শাওন, আশরাফুল আলম নুর, জিয়াউস সায়াদাত, সজিব তালুকদার, সেতারা বেগম, মরহুম মোঃ আমির আলী স্যারের পরিবার, মরহুম আবুল হাসনাত এর পরিবার, মরহুম সেলিম গাজীর পরিবার প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, ডা. আব্দুস সালাম, জি এম মইনুদ্দিন, এস এম শাকিল রহমান রাজা, শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান (অবঃ), আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ জাবেদ এলাহী, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, এস, এম শাকীল রহমান, আবু খালিদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, শেখ আকতার হোসেন, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, শমীমা সুলতানা, আব্দুর রব, মোঃ আবুল কালাম, কুদরত-ই-এলাহী রঞ্জু, মিজানুর রহমান খান মুকুল, কামরুজ্জামান তুহিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরুল আমিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী জি এম মিনার রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা গুলজার হোসেন। ইফতারের পূর্বে খুবি’র প্রায়ত উপাচার্যদ্বয়, রেজিস্টার, কর্মকর্তা-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খুবি’র কেন্দ্রিয় মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ মুফতি আব্দুল কুদ্দুস।