গৃহবধূর কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারকচক্র

প্রকাশঃ ২০১৮-০১-০৫ - ১৩:২৬

রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে এক গৃহবধূকে বোকা বানিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রায় ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামের পথিকের স্ত্রী গুহবধূ শান্তা আক্তার ।

অভিযোগে জানাগেছে, গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে একটি (০১৬৩৬-৯৮৪২১৩) নম্বর থেকে ওই গৃহবধূর নম্বরে ফোন দেয়া হয়। বলা হয় ভুল করে আপনার বিকাশ একাউন্ট বাড়িত ১০ হাজার টাকা চলে গেছে। কিন্তু তিনি কোন ম্যাসেজ পাননি এবং কোন টাকা আসেনি বলে জানালে প্রাতরকচক্র মোট ৪টি সিম নম্বর ব্যবহার করে তার সাথে কথা বলে। পরে ৯ হাজার ৮৭৫ টাকার একটি বিকাশ ম্যাসেজ পাঠায়। পরে ওই গৃহবধূ প্রতারকদের কথা বিশ্বাস করেন এবং তার বিকাশ অ্যাকাউন্ট চেক না করে টাকা রির্টাণ দেয়ার জন্য চারটি ম্যাসেজ দেন।  পরে দেখেন তার বিকাশ অ্যাকাউন্ট ফাঁকা। ম্যাসেজ থেকে মোট ৩৪ হাজার ৯৭০ টাকা প্রতারকদের পাঠানো বিকাশ অ্যাকউন্টে চলে গেছে। পরে তিনি বিষয়টি বুঝতে পারেন তিনি প্রতারণা শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।