গোপালগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’দের কর্ম বিরতি

প্রকাশঃ ২০১৮-০১-২৩ - ১৬:২৫

গোপালগঞ্জ প্রতিনিধি : ‘মোদের দাবী একটাই, চাকরী মোদের রাজস্ব করণ চাই’ এক দফা এক স্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি’রা মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
বাংলাদেশ কমিউনিটি হেল্্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ৯ টায় তারা কর্ম বিরতি রেখে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে অবস্থান নেয় এবং বিকেল ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে। পরে তারা সিভিল সার্জন, জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে তাদের অবস্থান কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দাবী আদায় বাস্তবায়ন কমিটির ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সবুজ মজুমদার, এসোসিয়েশনের জেলা সভাপতি পবিত্র বিশ্বাস, সাধারন সম্পাদক মেহেদী হাসান, সিএইচসিপি জোবাইদা আক্তার জয়াসহ অনেকে।