গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭: আহত ৩০

প্রকাশঃ ২০১৭-১২-০২ - ১৩:১৩

গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ঘটনা স্থলে নিহত হয়েছে ৭ জন এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
শুক্রবার সন্ধা সাড়ে ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ডের সামনে গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসগাড়ীর সাথে রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাছ ভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পিতা শাহীন মন্ডল ও তার ৫ বছর বয়সের পুত্র মাহী মন্ডল ও এক নারীসহ ৭ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রাত ১১টা পর্যন্ত অন্যান্য নিহতদের পরিচয় পাওয়া যায়নি। গুরুত্বর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসক। নিহত ৭জনের মধ্যে পিতা পুত্রের বাড়ী বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।
জানা গেছে, শুক্রবার বিকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি গাড়ী শুক্রবার রাত সাড়ে ৮টার পর গোপালগঞ্জের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ডের কাছে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে ওই গাড়ীটি রাস্তার পাশে রাখা গাছ ভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৬জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১জনসহ মোট ৭ জন বাসযাত্রী মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৩০ জন।