গ্রাম থেকে উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ১৬:০৬

মহিদুল ইসলাম, শরণখোলা : বাগেরহাটের শরণখোলার বকুলতরা গ্রাম থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের জিন্নাত আলী ফরাজীর বাড়ির মুরগির খোপের ভেতর থেকে সাপটি ধরার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, খবর পেয়ে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ওই বাড়ির মুরগির খোপ থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। অজগরটি গৃহস্থের তিনটি মুরগি খেয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সাতফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০কেজি। সাপটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।