গ্রিস থেকে বাংলাদেশিসহ ১৯ জিম্মি উদ্ধার

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১৪:৩৭

আন্তর্জাতিক : গ্রিসের উত্তরাঞ্চলে বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসন প্রত্যাশী ১৯ জিম্মিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। দেশটির গণমাধ্যম জানায়, মুক্তিপণের জন্য উত্তরাঞ্চলীয় ভোলভি শহরের একটি গুদামে তাদের আটকে রাখা হয়।

গত সোমবার, পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে, সেখানে কতজন বাংলাদেশি রয়েছে ও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পাচারকারী দলের এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিস পুলিশ।

পুলিশ জানায়, তুর্কি সীমান্তবর্তী বন্দর নগরী থেসালোনিকি দিয়ে প্রবেশের জন্য পাচারকারীদের মোটা অংকের টাকা দিয়েছিল অভিবাসন প্রত্যাশীরা। তবে, ভোলভি শহরে তাদের আটকে রেখে উল্টো পরিবারের সদস্যদের কাছে পাচারকারীরা মুক্তিপণ দাবি করে বলে জানায় নিরাপত্তা বাহিনী।