চালনা বিল্লালিয়া মাদ্রসার বার্ষিক ফল প্রকাশ ও ভবন উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-১২-২৮ - ১৬:৫৭

দাকোপ প্রতিনিধি : চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরুস্কার বিতরন ও নবনির্মিত সাইক্লোন শেল্টার কাম একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নবনির্মিত ৪ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ফলাফল ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। নতুন ভবনের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান। প্রতিষ্ঠানের উপধাক্ষ্য মাওলানা আখতারুজ্জামান ও সহকারী শিক্ষক এ এইচ এম শহিদুল্লা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর আঃ গফুর সানা, উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আশিকুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ভবন নির্মানকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ মুর্শিদ কামাল এবং কয়রা উপজেলার কালনা মাদ্রসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানে ফলাফলে মেধা তালিকাধারী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর খুলনা জোনের বাস্তবায়নে ৩ কোটি সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এসএম ট্রেডার্স ৪ তলা ভবনটি নির্মান করে। গত ০৬/১০/২০১৯ কার্যাদেশ প্রাপ্ত হয়ে নির্মান কাজ শুরু করা হয়।