চুকনগরে দলিত স্কুলের শিক্ষার্থীদের  চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশঃ ২০১৭-১০-২৩ - ২২:৩৮

কেশবপুর  (যশোর) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে সোমবার দিনব্যাপী দলিত স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দলিতের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও সিডিও উত্তম দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শেখ মাহেনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী আব্দুল লতিফ ও কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলিতের শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস, চুকনগর দলিত হাসপাতালের ম্যানেজার মিলন দাস, শিক্ষক লালু কুমার মন্ডল, দলিতের সিডিও  বিপ্লব মন্ডল, চিন্তা দাস, নেপাল দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুলনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শেখ মাহেনুল হক প্রতিযোগিতায় বিজয়ী দলিত শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।