জম্মু ও কাশ্মীরের ফের সন্ত্রাসবাদী হামলা

প্রকাশঃ ২০২০-০৪-১৩ - ২১:২৩

আর্ন্তজাতিকঃ জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, এই সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এক স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। আরও এক পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার দাচান এলাকায় হামলাকারীরা এলোপাথারি গুলি চালায়। এই হামলার পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ আধিকারিকরা জানান, দুই জওয়ানের সার্ভিস রাইফেল নিয়ে এলাকা ছেড়়ে চম্পট দেয় সন্ত্রাসবাদীরা। গোটা এলাকায় চিরুণি তল্লাশি শুরু হয়েছে। সন্ত্রাসবাদীরা আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে। জঙ্গিরা বেশ কিছুদিন পরে কিশতওয়ার জেলায় পুনরায় সক্রিয় হল। জঙ্গিরা বিজেপি প্রবীণ নেতা অনিল পরিহর এবং তার ভাই অজিত পরিহরকে ২০১৮-র নভেম্বর তাঁদের বাড়ির কাছে গুলি করে হত্যা করেছিল। এর চার মাস পরে ২০১৯-এর এপ্রিলে জঙ্গিরা আরএসএসের একজন সিনিয়র কর্মী চন্দ্র প্রকাশ এবং তার পিএসওকে হত্যা করেছিল। গত বছরের সেপ্টেম্বরের পুলিশ এবং সুরক্ষা বাহিনী যৌথ অভিযানে তিন জঙ্গিকে হত্যা করেছিল। তারপর ফের সন্ত্রাসবাদী হামলার ঘটনা।