জাতিসংঘ উন্নয়ন কর্মসুচির কার্যক্রম পরিদশর্নে নরওয়ের রাষ্টদূত

প্রকাশঃ ২০২১-১০-০৪ - ২০:১৭

আজগর হোসেন ছাব্বির : রাজকীয় নরওয়েজিয়ান দুতাবাস ঢাকার রাষ্টদূত এস্পেন রিক্টার এসভেন্ডসেন এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল, নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় খুলনার দাকোপে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) জিসিএ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।
৪ অক্টোবর সোমবার সকাল ৯ টায় সড়ক পথে নরওয়েজিয়ান দুতাবাস ঢাকার রাষ্টদূত এস্পেন রিক্টার এসভেন্ডসেন এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ইউএনডিপির জিসিএ ও লজিক প্রকল্পের আওতায় নির্মিত উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, একই ইউনিয়নে খানা ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ নারীরা কিভাবে তাদের জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজিত জীবন-জীবিকা পরিচালনা করছেন তা বোঝার জন্য দুর্যাগ-সহনশীল কৃষি এবং ভেড়া পালন কর্মসূচি পরিদর্শন করেন।
এ সময় নরওয়ের রাষ্টদুতের সফর সঙ্গী ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবং জিসিএ প্রকল্পের জাতীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস, নরওয়েজিয়ামের দূতাবাস ঢাকার সিনিয়র উপদেষ্টা মরশেদ আহমেদ,ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ভ্যান জুয়েন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও পার্টনারশীপ সরদার মোঃ আসাদুজ্জামান, জলবায়ু পরিবর্তন বিশেজ্ঞ এস কে এম মামুনুর রশিদ,জাতি সংঘের সেচ্ছাসেবক জেসমিন নিনা ব্লাঙেকন্নাজেল, জিসিএ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অশোক অধিকারী, থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম,ইউএনডিপির জেলা সমন্বয়কারী লুৎফা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউএনডিপির কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ও লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ।
ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশিদ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিকে উক্ত কর্মসূচির অংশীদারিত্বের ব্যবস্থা সম্পর্কে এবং টেকসই উন্নয়ন ২০৩০ এর লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা যায় সে সম্পর্কে আলোকপাত করেন। এ সময় উক্ত প্রতিনিধিরা বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জীবন-জীবিকায় পানীয় জলের সমাধান দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসার কারণে নরওয়ের রাষ্টদূত এস্পেন রিক্টার এসভেন্ডসেন তাদের অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি প্রদান করেন।