ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে উন্নয়নকর্মী মিরাজ খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার শতশত মানুষ। মঙ্গলবার সকালে জেলার রাজাপুর উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রাজাপুর উপজেলায় বেসরকারি উন্নয়ণ সংগঠন অগ্রদূত সংস্থার নির্বাহী সদস্য মিরাজ খান সম্প্রতি বেগম ফজিলাতুন্নেছা মুজিব নামে একটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেন। আর এরপর থেকেই এলাকার জুলফিকার আলীর নেতৃত্বে একটি প্রভাবশালী চাঁদাবাজ মহল মিরাজের কাছে মোটা অংকের চাঁদার দাবী করে আসছে। এতে অসম্মত হলে মিরাজ ও তার প্রতিবন্ধী স্কুলের ওপর নানারকম শড়যন্ত্র ও হয়রানী করে আসছে এ প্রভাবশালী চক্রটি। তারাই ধারাবাহিকতায় স্কুলে হামলাও চালানো হয়। সর্বশেষ উন্নয়নকর্মী মিরাজ খানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে এই চিহ্নিত চাঁদাবাজচক্রটি। মানবন্ধন থেকে মিরাজ খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চাঁদাবাজ চক্রটির বিচার দাবী করা হয়। মানববন্ধনে এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।