মোঃ নজরুল ইসলাম , ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় কিশোরী স্ত্রীকে চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ভিকটিম নাদিরা আক্তারকে (১৪) উদ্ধার এবং স্বামী আবু সাইদ হাসানকে (২১) আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ৫০ গ্রাম কাটা চুল উদ্ধার করা হয়।
আটক আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা সূত্রে জানা যায়- হাসান ও নাদিরা গত বছরের ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মারধরের একপর্যায়ে দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেন হাসান। এ সময় নাদিরার চিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার, হাসানকে আটক ও কাটা চুল উদ্ধার করে।
এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা চাঁন মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা করছেন। শনিবার হাসানকে আদালতে পাঠানো হবে।’