ঝালকাঠিতে রিকশাচালকদের পাশে পুলিশ সুপার

প্রকাশঃ ২০২০-০৪-১৯ - ১৭:২৮

ঝালকাঠি : করোনাভাইরাসের প্রভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ২০ জন দরিদ্র রিকশাচালকের পাশে দাড়িয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার।

আজ রবিবার (১৯শে এপ্রিল) দুপুরে শহরের পেট্রোলপাম্প মোড়ে জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত রিকশাচালকদের খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। পুলিশ সুপারের কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন তারা। এ সময় সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, আমার আমাদের সামর্থ অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি জেলার একজন মানুষও যেন না খেয়ে থাকে। এরই অংশ হিসেবে লগডউনের কারণে কর্মহীন হয়ে পড়া ২০ জন রিকশাচালকের জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।

খাদ্রসামগ্রী বিতরণের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।