ঝালকাঠি প্রতিনিধি : বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির সাতুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেরে বাংলার ১৪৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাজসেবক তানভীর আহমেদ, কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, ঝালকাঠি প্রেস কাব সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মীর মনসুর আহমেদ প্রমুখ শেরে বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে বিদ্যালয়ের সামনে এক মনববন্ধনে শেরেবাংলার জন্মস্থানের স্মৃতি সংরক্ষণ, সাতুরিয়ায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পদ্মা অথবা কচা নদীর ওপর নির্মিত সেতু শেরেবাংলার নামে নামকরণ করার দাবি জানান বিদ্যারয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবসী ।