ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় ঝালকাঠির ১১ নারী খুঁজে পেল কর্মসংস্থানের নতুন ঠিকানা। সাবলম্বী করতে তাদের দেয়া হয় দেড় লাখ টাকা ঋণ। আর তা দিয়ে শহরের ১১ নারীর উদ্যোগে চালু করা হয়েছে নারীদের জন্য জয়িতা কর্ণার। ঝালকাঠির শহরের আমতলা সড়কে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে নারীদের জন্য তৈরি এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক এ জয়িতা কর্ণারের উদ্বোধন করেন। এ সময় নারী সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তা ছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিরিন আক্তার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত সুলতানা সোনালী উপস্থিত ছিলেন।
এ প্রতিষ্ঠানে নারীদের নানা রকম পোশাক পণ্য, হাতের কাজের পণ্য এবং বিশেষ পিঠে-পায়েস বিক্রি হবে বলে উদ্যোক্তারা জানায়।