ঠাকুরগাঁওয়ের নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-১২-০৭ - ১৫:১৩

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : লজ্জা দ্বিধা ভয় আর নয়, যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়, এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাও নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আয়োজনে ঠাকুরগাঁ চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা মহিলা বিষয় অধিদপ্তর সহ বিভিন্ন এনজিও সংস্থা সুশীল সমাজের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন প্রফেসর মনতোষ কুমার দে, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ঠাকুরগাঁওয়ের যুগ্ম-আহ্বায়ক সুচরিতা ঠাকুরগাঁও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতন নাহার ,জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান জেলা ব্র্যাক প্রতিনিধি সালাম মোস্তফা, এসো জীবন গড়ি পরিচালক নবেল ইসলাম, ব্রাকের জেলা ব্যবস্থাপক বিধান বাস্কে, ব্রাকের( জেএসএস) সহ প্রমুখ।